ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বুধবার সকাল ১১টায় নোয়াখালী জেলা যুবলীগের উদ্যোগে “শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ” শ্লোগানে এ শোভাযাত্রা বের করা হয়। জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর মুক্ত স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তাগণ নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে আগামী নির্বাচনে আবারও দলকে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ অতন্দ্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ কারার অঙ্গিকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।