ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তাঁরা বলেন, মহিমান্বিত ঈদ-উল ফিতর মুসলমান সম্প্রদায়ের মাঝে আনন্দ-উৎসব বয়ে আনে। এই উৎসবের মর্মবাণী হলো সকল মানুষকে এই আনন্দে শামিল করা। নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদ-উল ফিতর দেশবাসীর জন্য শান্তি সমৃদ্ধি বয়ে আনুক। তারা এই উৎসব যাতে সকলে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তা কামনা করেন। বিবৃতিতে নেতৃদ্বয়, স্বজনদের সাথে উৎসব উদযাপনে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করেন। তাঁরা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কোন যানবাহনেই কারো ভ্রমণ উচিত নয়। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।