All Menu

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরার সমাপনী অধিবেশন শহরের জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার কনফারেন্স হলে জেলা সভাপতি মাও: মুফতী হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাও: মুফতী হিফজুর রহমান হেলাল ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শূরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাওলানা আব্দুল আজীজ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করীম জালালী বলেন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে কিছু সংখ্যক ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগাম-হীনভাবে বাড়িয়েছে। তিনি সাধারণ জনগণের স্বার্থে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সভায় বক্তারা বলেন দীর্ঘ দুই বছর যাবত আমাদের দলের মহাসচিব দেশের লক্ষ জনতার হ্নদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সহ কারাগারে-বন্দি সকল আলেমদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। শূরায় ২০২৩-২৪ সেশনের জন্য উপস্থিত সদস্য দের শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী কে সভাপতি ও মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী কে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top