মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী কৃষি ঋণ মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে বেলুন ও পায়রা উড়িয়ে কৃষি ঋণ মেলার শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ সংসদ সদস্য নেছার আহমদ। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও শারমিন সুলতানার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, জনতা ব্যাংক লি:, মৌলভীবাজার এজিএম (এরিয়া ইনচার্জ) ও ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ আব্দুল হামিদ, রূপালী ব্যাংক লি:, জোনাল অফিস, মৌলভীবাজার এর ডিজিএম জয়া চৌধুরী, সোনালী ব্যাংক লি: প্রিন্সিপাল অফিস, মৌলভীবাজার এর ডিজিএম দুলন কান্তি চক্রবর্তী, বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (দায়িত্বে) মমিনুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে মৌলভীবাজার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মোহাম্মদ রওশন মিয়াসহ বিভিন্ন ব্যাংক এর কর্মকর্তা, রাজনীতিবিদ, কৃষি কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কৃষি মেলায় মৌলভীবাজারের বিভিন্ন ব্যাংকের শাখার ৪২টি স্টল অংশ নেয়। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দরা। আলোচনা সভা শেষে কৃষকদের হাতে কৃষি ঋণের চেক তুলে দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।