All Menu

বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি’র সভা অনুষ্ঠিত। রাজধানীর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু। সভায় আগামী ২০ মে শনিবার ২০২৩ ইং তারিখে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট হলে করার সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে সকল জেলা ও উপজেলা সম্মেলন এপ্রিল ২০২৩ ইং তারিখে এর মধ্যে শেষ করতে হবে। সভার আলোচ্য-সূচিতে বলা হয়, সরকার ইতোমধ্যে সর্বজনীন পেনশন স্কিম পাস করলেও খেতমজুর ও অসহায় দরিদ্রদের জমা-বিহীন পেনশন ও পূর্ণাঙ্গ রেশনিং চালুর দাবিতে পুনরায় দাবি জানানো হয়।
দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধির ফলে খেতমজুরসহ শ্রমজীবীদের পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছে এ ব্যাপারে সভা চরম উদ্বেগ প্রকাশ করেছে। সভায় সরকারকে এ বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top