মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে (৯ ফেব্রুয়ারি) দিল্লি রেস্টুরেন্ট কনফারেন্স জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদ এর সঞ্চালনায় আয়োজিত মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা.মোয়াজ্জেম হোসেন খাঁন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, (সিলেট বিভাগ) মাওলানা হাফিজ এডভোকেট মাহমুদুল হাসান। আলোচনা ও মাশওয়ারা প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার মজলিসের শুরা অধিবেশনে সদস্যবৃন্দ। প্রধান অতিথি গত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩/২৪ সেশনের জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন এবং শপথ পাঠ করান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।