All Menu

ঠাকুরগাঁও ৩ আসনের উপ নির্বাচনে লাঙ্গলের জয়

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও-৩ আসনের (রাণীশংকৈল-পীরগঞ্জ) উপ-নির্বাচনে ১২৮টি ভোট কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদের ৫ ও ঠাকুরগাঁও-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলম বে-সরকারি ভাবে বিজয়ী হাফিজ উদ্দিন আহমেদের নাম ঘোষণা করে ভোটের ফলাফল জানান। ফলাফল অনুযায়ী মোট ১২৮ টি কেন্দ্রের ৯৪০৪৭ পেয়ে জয়ী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ(লাঙ্গল) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একতারা প্রতীকের গোপাল চন্দ্র রায়(স্বতন্ত্র) ভোট পেয়েছেন ৫০৩০৯ ভোট। জেলা নির্বাচন অফিসে তথ্য মতে, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১২৮টি ভোট কেন্দ্রে শুরু হয় ও বিকাল সাড়ে ৪ টায় শেষ হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top