All Menu

নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। রবিবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান ও ০৩ নম্বর ওয়ার্ডের লাখরাজপাড়ার নৌকার নির্বাচনী অফিসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এনিয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী। এদিকে, রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বাতেন খাঁর মোড়ের প্রধান নির্বাচনী অফিস, উদয়ন মোড়, রেলগেট, বিদিরপুর, উদয় সংঘ মোড়, ফুড অফিস মোড়ের অফিস ভাংচুর করার অভিযোগ করেছেন আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন। এনিয়ে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে তার প্রধান নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এসময় সামিউল হল লিটন অভিযোগ করেন, রবিবার সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে ২০-২২ জন সন্ত্রাসী এসে অতর্কিতভাবে প্রধান নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের চেয়ার, টেবিলসহ নির্বাচনী সরঞ্জাম ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। এদিকে, রেলগেট মোড়ের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন আরও বলেন, আমার ১৫টি নির্বাচনী অফিস ভাংচুর করেছে সন্ত্রাসীরা। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন এটা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে প্রত্যক্ষদর্শীরা ভাংচুর-কারীদের নাম বলেছে। আমি বিশ্বাস রাখতে চাই, রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ পাল্টা অভিযোগ করে বলেন, পরাজয়ের আশঙ্কা জেনে ভোটারদের সমর্থন ও সহানুভূতি পেতেই স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের কর্মী-সমর্থকরা নিজেদের অফিসে নিজেরাই ভাংচুর চালিয়েছে। নৌকার দুটি অফিসে অগ্নিসংযোগ ও কয়েকটি অফিসে ভাংচুরের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। আমাদের অভিযোগ দেয়ার পরেই ও দিনদিন আপেল প্রতীকের জনপ্রিয়তা কমে যাওয়ায় তারা নিজেরাই নিজেদের অফিস ভাংচুরের ঘটনা ঘটিয়েছে ও এসব মিথ্যা অভিযোগ করছে। আশা করি, আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করলেই এর সঠিক বিষয় উদঘাটন হবে। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পরই জেলা-জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছিল। জেলা-জুড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আচরণবিধি তদারকি করতে মাঠে কাজ করছে। নির্বাচনে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ০১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ১৭২টি ভোট কেন্দ্রের ১২৪০টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top