All Menu

বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ নুর হোসেন মাসুদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এর আগে নুর হোসেন মাসুদ নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্যাহ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম অসুস্থ হওয়ায় দাপ্তরিক কার্যক্রম চলমান রাখতে সরকারি এক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ নুর হোসেন মাসুদকে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। নুর হোসেন মাসুদ বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্বও পালন করছেন। এক প্রতিক্রিয়ায় দায়িত্ব পালনে সকালের সহযোগিতা চেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top