All Menu

বিরামপুরে উত্তরা ব্যাংকের উপ শাখা উদ্বোধন

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুর পুরাতন বাজারে উত্তরা ব্যাংক এলপিসি’র উপ-শাখা রবিবার (২৯ জানুয়ারি) সকালে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিরামপুর উপ-শাখা ব্যবস্থাপক হাসানুর রহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন,ব্যাংকের জিএম রবিউল ইসলাম, বগুড়া এরিয়ার ডিজিএম মধুসুধন সরদার, দিনাজপুর শাখা ব্যবস্থাপক আব্দুল জলিল, ফুলবাড়ি শাখা ব্যবস্থাপক সোহেল রানা,ব্যবসায়ী আঃ সাক্তার,বেলাল হোসেন, রোকনুজামান দুলাল ও মাহফুজ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top