ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ নুর হোসেন মাসুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম বিগত ১৪-১০-২০২২ইং তারিখে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থতা জনিত কারনে তিনি উপজেলা পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এমতাবস্থায় উপজেলা পরিষদের কার্যক্রম ও সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার স্বার্থে উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০ এর ১৫ বিধি অনুসারে উক্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ নুর হোসেন মাসুদকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এই প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদকে অভিনন্দন জানান। এক প্রতিক্রিয়ায় নুর হোসেন মাসুদ বলেন, চেষ্টা থাকবে সরকারী স্বার্থ রক্ষা করে বেগমগঞ্জ উপজেলা-বাসীর সার্বিক কল্যাণে কাজ করে যাওয়া। সেই সাথে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।