All Menu

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুর জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে বিরামপুর বার্তার উদ্যোগে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সাপ্তাহিক বিরামপুর বার্তা কার্যালয়ে বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, নবাবগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রানা, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, আওয়ামী লীগ সাবেক পৌর সভাপতি রুহুল আমীন সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মানিক দোলন প্রমুখ। পরে উপজেলার রতনপুর এতিমখানা মাদ্রাসায় দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top