All Menu

চাঁপাইনবাবগঞ্জে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে শ্রমিক লীগের মতবিনিময় সভা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পহেলা ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মতবিনিময় সভা করেছে শ্রমিক লীগ জেলা শাখা। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলনে কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় শ্রমিক লীগ নেতারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জের দুইটি আসনে নৌকার বিজয় উপহার দিতে চাই। তবে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top