আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র গণ মিছিল কর্মসূচী পালিত হয়েছে। শনিবার(২৪ ডিসেম্বর) জেলা বিএনপি’র ব্যানারে বেলা সাড়ে ১১টায় শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি,সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি তোলেন। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, গোমস্তাপুর থানা বিএনপি সদস্য সচিব এড.নুরুল ইসলাম সেন্টু, নাচোল থানা বিএনপি সদস্য সচিব আবু তাহের খোকন,জেলা বিএনপি সদস্য রফিকুল ইসলাম বুলবুল,তৌহিদুর রহমান মিয়া,বাবর আলী বিশ্বাস,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।