All Menu

নোয়াখালীতে এলাকাবাসীর সাথে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ ভোটার ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। সন্ধায় ইউনিয়নের দূর্গানগর এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবী আবদুল মন্নানের সভাপতিত্বে সভায় জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদকে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top