ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৫ ডিসেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধায় জেলা শহর মাইজদীতে নেতাকর্মীদের সাথে এই সভা করেন সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, দলের দুর্দিনে যারা দলের জন্য কাজ করেছে আমরা চাই আগামী সম্মেলনে তারা কমিটিতে আসুক। দলের তৃণমূলের নেতাকর্মীরা যদি আমাকে যোগ্য মনে করে তারা আমাকে মনোনীত করবে। এছাড়াও দলের হাই কমান্ড যদি মনে করে আমি যোগ্য তাহলে আমাকে সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করলে আমি আমার সাধ্য মতো দলের জন্য অতীতে যেমন কাজ করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।