All Menu

সাহেরা বানুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জাহাঙ্গীর আলম ফজলুর মাতা সাহেরা বানু রবিবার দুপুর ২টায় যশোর জেলা ঝিকরগাছা উপজেলার নিশ্চিতপুর গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। কমরেড জাহাঙ্গীর আলম ফজলুর মাতা সাহেরা বানু সমাজ বদলের লড়াইয়ে নিজেকে আমৃত্যু সহযোগিতা করেছিলেন। আজীবন শোষণ বৈষম্যহীন একটি সাম্যবাদী সমাজ বদলের সামিল ছিলেন। তাঁর প্রয়াণে ওয়ার্কার্স পার্টির পরিবারের অপূরণীয় ক্ষতি যা পূরণ হবার নয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ২ মেয়ে ও ২ ছেলে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top