ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচএম খায়রুল আনম সেলিম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউসসহ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন,আসন্ন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের যোগ্য নেতৃবৃন্দরাই নেতৃত্বে আসবে বলে ধারণা জেলা নেতৃবৃন্দদের। আন্দোলন ও সংগ্রামে সকল ভেদাভেদ ভুলে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।