All Menu

নোয়াখালীতে হাসনা মওদুদের গণসংযোগ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময়

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সদ্য প্রয়াত সাবেক উপ-রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী ও নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদ্দিন মওদুদ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার বিকেলে তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পথ-সভা বক্তব্য রাখেন। এর আগে তিনি এলাকায় এসে পৌঁছলে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নামজুল হুদা ফরহাদ, বিএনপির নেতা মোমিত ফয়সালসহ অনেকে উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top