All Menu

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ান হাইকমিশনারের বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর সাথে বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনার হাজনাহ মোঃ হাসিম -এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিস কক্ষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। বৈঠকে তাঁরা বাংলাদেশ-মালয়েশিয়ার শ্রমবাজার, মালয়েশিয়ায় স্বল্পতম সময়ে অধিক সংখ্যক কর্মী প্রেরণ ও কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এতে আরো উপস্থিত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহিদুল আলম এনডিসি, বোয়েসল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সেলর আনিস ওয়াজদি মোহা. ইউসুফ প্রথম সচিব মোহা. আসজুয়ান আব্দুল সামাত প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top