All Menu

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) জেলা পরিষদ হল রুমে জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আসাদ হোসেন মক্কু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান প্রমুখ। এ সময় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top