মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দীর্ঘ ৫ বছর পর মৌলভীবাজার জেলা যুবলীগের কে হচ্ছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পাশাপাশি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১০ অক্টোবর ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে এখন সর্বাত্মক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কাউন্সিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টি-কাড়তে ছবি-সম্বলিত ফেস্টুন, ব্যানার, তোরণ ও পোস্টার দিয়ে সাজাতে অনেকটা প্রতিযোগিতা চলছে। শহরের কোর্ট রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্পটে ইতিমধ্যেই নির্মিত হয়েছে শত শত তোরণ ও পোস্টার। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ এর সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। বিশেষ বক্তা হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিভাগ ( উত্তর) ও সিলেট বিভাগ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগ অধ্যাপক ড.মোঃ রেজাউল কবির ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন। সূত্র জানায়, নানা কারণে দলের সাংগঠনিক কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ার পর দলের হাই কমান্ড থেকে সম্মেলনের প্রস্তুতির নির্দেশনা আসার পর থেকেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা জুড়ে উজ্জীবিত দলের তৃণমূলের নেতাকর্মীরা। ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক নাহিদ আহমদকে সভাপতি এবং সৈয়দ রেজাউর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৫ বছর পর নতুন নেতৃত্ব আসছে জেলা যুবলীগে। সেই আলোকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত অনেক আগেই তলব করে নিয়েছে কেন্দ্রীয় কমিটি। ওই সময় ২২ জন নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন। এর পর তা নানা ভাবে যাচাই বাচাই শেষে জানানো হয় সম্মেলনের তারিখ। জানা যায় গত ১৩ মে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। জীবনবৃত্তান্ত জমা দানের পর থেকে পদ-পদবি পেতে লবিংয়ে ব্যস্ত রয়েছেন পদ প্রত্যাশীরা। তথ্যমতে সভাপতি পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন- বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন,সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি মহি উদ্দিন চৌধুরী ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ,সহ-সাধারণ সম্পাদক মোঃ সিতার আহমদ,সদস্য মবশ্বির আহমেদ,আব্দুর রহমান ও মতিউর রহমান মতিন। সাধারণ সম্পাদক পদে, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহীদ সৈকত,সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, শিল্প ও বাণিজ্য সম্পাদক সৈয়দ নাজমুল, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, সহ-সম্পাদক সাদমান সাকিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি,সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।