All Menu

সোনাইমুড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আমিশাপাড়া ইউনিয়নের খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ. এইচ. এম ইব্রাহিম ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পারভেজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ফুয়াদ হোসেন, জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আবু সায়েম, নিজাম উদ্দিন সুজন। সম্মেলনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top