প্রকাশ : অক্টোবর ১, ২০২২ , ১১:৩৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা আশরাফুল আলম রশিদসহ চার নেতা পদত্যাগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার বকুলতলা মহল্লায় এ পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল আলম রশিদ, শহিদুল হক হায়দারী, তৌহিদুর রহমান মিঞা ও যুগ্ম আহবায়ক গোলাম মোস্তাফাসহ অন্যরা। তারা বলেন, পূর্বে কোন ধরণের আলোচনা ছাড়াই আহবায়ক কমিটিতে তাদের নাম অন্তর্ভুক্তি করা হয়েছে। তাদের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আন্দোলন-সংগ্রাম বেগবানের লক্ষে স্বেচ্ছায় পদত্যাগপত্র জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার নিকট জমা দেন।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১, ২০২২ , ১১:৩৩ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।