ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আজকের দিন শুধুই আনন্দ ও উৎসবের দিন। কারণ আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি। রায় কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় ও বাস্তবায়ন করেছি। বুধবারজাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা আনন্দ ও গর্বের সাথে বলতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দরিদ্রতা দূর করেছি। অথচ অনেকেই দরিদ্রতাকে বিক্রি করে পুরস্কার পেয়েছে , কিন্তু দরিদ্রতা দূর হয়নি। তিনি বলেন ,আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা বাংলার মানুষের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন। বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কিন্তু বাংলার মানুষের অধিকার আদায়ে আপস করেননি। তাঁর দেশপ্রেম ও মানুষের প্রতি যে ভালোবাসা তা থেকে আমরা শিক্ষা নিয়ে দেশ গঠনে কাজ করব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, চিত্রনায়ক ওমর সানী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য মোনাজাত করা হয়।পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।