All Menu

পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণার দাবী জাসদের

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাবকে সাংসদ নাজমুল হক প্রধান বলেছেন, পঞ্চগড়ের বোদা উপজেলার নৌ দুর্ঘটনায় এখনো জাতীয় ভাবে শোক পালন করা হচ্ছেনা। বিষয়টি দুঃখের। অন্তত: তিন দিনের শোক পালন করা প্রয়োজন ছিল। এসময় তিনি আরও বলেন, দীর্ঘকাল ধরে এই এলাকার মানুষ সেতুর দাবি জানিয়ে আসছে। অথচ সেতুর উদ্যোগ নেই। সরকারী ভাবে করতোয়া নদীতে রেল-মন্ত্রী ওয়াই আকৃতির সেতুর ঘোষণা দেয়া হয়েছে কিন্তু কাজ হয়না। এসময় তিনি অবিলম্বে তিন দিনের শোক ঘোষণা করার দাবি জানান তিনি। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মাড়েয়া বামনহাট আউলিয়া ঘাট পরিদর্শন শেষে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগদিতে গিয়ে করতোয়ার আউলিয়ার ঘাটে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৬৯ জন তীর্থযাত্রীর সলিল সমাধি ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৩ জন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top