ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নারায়ণগঞ্জে গুলিতে যুবদল কর্মী শাওনের মৃত্যুর প্রতিবাদে পঞ্চগড়ে শোক রয়ালই ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশে যুবদলের প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে জেলা যুবদল এই র্যালি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। যুবদল কর্মীরা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির পঞ্চগড় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতা কর্মীরা অংশ নেয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য সচিব নুরুজ্জামান বাবু সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।