All Menu

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বিরামপুরে আলোচনা ও দোয়া মাহফিল

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের ঘাটপাড় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেশ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, মুকুন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মমিনুল হক, বিনাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি করিম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোয়াইব মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top