All Menu

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডঃ গোলাম রাব্বানী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গোনি যোহা, সহ ছাত্র লীগ, যুব লীগ, মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top