ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করার আহবান জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম। তিনি শনিবার নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক-দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও টিফিন বক্স বিতরণ কালে শিক্ষার্থী ও উপস্থিত সকলের প্রতি এই আহবান জানান। শনিবার সকালে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে ও দুপুরে নান্দিয়াপাড়া বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ডিগ্রি কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও টিফিন বক্স বিতরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, নান্দিয়াপাড়া কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কিং মোজাম্মেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন নান্নুসহ আরো অনেকে। এ সময় বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্নের সঠিক উত্তর দেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে এইচএম ইব্রাহীম এমপির পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।