All Menu

তাহজিব আলম সিদ্দিকী সমিকে নব নির্বাচিত চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা

হেলালী ফেরদৌসি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জনাব তাহজিব আলম সিদ্দিকী সমি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব আবু সাঈদ বিশ্বাস। মঙ্গলবার (৯ আগস্ট ২০২২) সন্ধ্যায় পাগলা কানাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শুভেচ্ছা ও মতবিনিময় উপলক্ষে অনাড়ম্বর এক সভার আয়োজন করা হয়। আনন্দঘন এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাগলা কানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাশেম আলী, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন ( মাস্টার) এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাগলা কানাই ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাসসহ ইউনিয়ন পরিষদের সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জনাব তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। ঝিনাইদহের উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি আমার নির্বাচনী এলাকায় একটি সুন্দর শহর উপহার দিতে পারবো

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top