মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি বলেছেন, সরকার ডিজেলসহ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে কৃষকদের বেকায়দায় ফেলে দিয়েছে। যদি সরকার জনগণের সরকার হতো তাহলে এই ধরণের সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারতোনা। তিনি আরও বলেন, সরকার কিছুদিন আগে ৮’শ টাকার সারের মূল্য বৃদ্ধি করে ১১’শ টাকা বস্তা করে দিয়েছে। অথচ ২০০০সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন সারে দাম ছিল ৩’শ টাকা বস্তা। রবিবার বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জস্থ পাঠানপাড়ায় দলীয় অফিসের সামনে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা কৃষকদল আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধি ও ঘন ঘন লোডশেডিংও স্বেচ্ছাসেবক-দল ও ছাত্রদল নেতাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটকেও ঋণ নির্ভর বাজেট উল্লেখ করে তিনি সরকারের সমালোচনা করেন। তিনি আরও বলেন এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে।
জেলা কৃষকদলের আহবায়ক মোঃ তোসিকুল ইসলাম তোসির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ওমর ফারুক রানা, শওকত আলী, নজরুল ইসলাম, ছাত্রনেতা আনোয়ার হোসেন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।