All Menu

শেখ কামাল ছিলেন তারুণ্যের প্রতীক: ড. মঞ্জুর আহমেদ চৌধুরী

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম‍্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছেন, শেখ কামাল ছিলেন তারুণ্যের প্রতীক, উদ‍্যমী ব‍্যক্তি, মেধাবী ছাত্র, দক্ষ সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব।
শুক্রবার ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ড. মঞ্জুর আহমেদ চৌধুরী এ কথা বলেন। সভায় বক্তারা শেখ কামালের জীবনী ও কর্মের ওপর আলোচনা করেন। তাঁরা শেখ কামালকে যুব সমাজের আইকন হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, শেখ কামালের মতো সম্ভাবনাময় নেতৃত্বকে থামিয়ে দেয়া হয়েছে। তিনি জীবিত থাকলে দেশের জন‍্য অনেক অবদান রাখতে পারতেন। বক্তারা এ সময় পাঠ‍্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম লায়লা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর মোঃ নিজামুল হক, বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান আব্দুছ ছাত্তার শেখ এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top