All Menu

বিএনপি নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে পঞ্চগড় সদর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদরের দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী এই কর্মসূচি পালন করে তারা। সমাবেশে বক্তারা বলেন, ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে। এসময় সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বিক্ষোভ করে বক্তারা। এ সময় বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মানিক, মজাহারুল ইসলাম রাজু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম ইসলামসহ সংগঠনের সদস্যরা। এর আগে ও পরে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top