All Menu

ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরলেন মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী ও ঢাকা-৮ আসনের সাংসদ কমরেড রাশেদ খান মেনন, সংগৃহীত চিত্র।

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশে ফিরলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী ও ঢাকা-৮ আসনের সাংসদ কমরেড রাশেদ খান মেনন। ভারতের ব্যাঙ্গালোরে নারায়ণা হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর নিকট চিকিৎসা শেষে তিনি গত ২৯ জুলাই বিকাল ৫ টায় বাংলাদেশ বিমানে দেশে ফিরেন। গত ২২ জুলাই কমরেড মেনন হার্টের ভাল্ভজনিত সমস্যার বিষয়ে পরামর্শ ও চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে যান। সেখানে ‘নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স’ হাসপাতালে বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন ডা. দেবী প্রসাদ শেঠীর পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। ডা. দেবী শেঠী তাকে ওষুধ ও নিয়ম-নীতি মানার পরামর্শ দিয়ে কিছু বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন এবং ১ বছর পর আবার তাকে দেখাতে বলেছেন। কমরেড মেনন দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top