All Menu

ওয়ালটনের লিফট টেস্টিং টাওয়ার উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংগৃহীত চিত্র।

গাজীপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের লিফট টেস্টিং টাওয়ার উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। প্রতিমন্ত্রী মঙ্গলবার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত ওয়ালটন হাইটেক পার্ক এলাকায় দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত ওয়ালটনের লিফটের কার্যকারিতা পরীক্ষা করার জন্য নির্মিত দশ তলাবিশিষ্ট এই টাওয়ার উদ্বোধন করেন। উদ্বোধনকালে ওয়ালটন শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী ওয়ালটন হাইটেক পার্কের বিভিন্ন পণ্য উৎপাদনকারী ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ওয়ালটন হাইটেক পার্কের প্রধান ভবনে অবস্থিত সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তির প্রসার, স্থানীয় শিল্পের বিকাশ এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ওয়ালটন শিল্প পরিবারের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top