ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নির্বাচন কমিশনে (ইসি) ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে ১১ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি তার সূচনা বক্তব্যে প্রস্তাবগুলো সংলাপে উপস্থাপন করেন। সোমবার (২৫ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কমরেড বাদশার নেতৃত্বে দলটির ৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, কমরেড আলী আহমদ এনামুল হক এমরান, কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড এ্যাড. জোবায়দা পারভীন এবং তথ্য ও প্রযুক্তিবিদ ইঞ্জিঃ আব্দুল্লাহ। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।