ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ বলেছেন, ছাত্রলীগ নেতা হাসিবের খুনিরা কেউ রেহাই পাবে না, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি শনিবার(৯ জুলাই) দুপুরে ছাত্রলীগ নেতা হাসিব হত্যার প্রতিবাদে গোপালপুর বাজারের আমানউল্লাহ খান কিন্ডার গার্ডেনে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক শামসু ও মাহবুবুর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিহান আল রশীদসহ অনেকে বক্তব্য রাখেন। কিরণ এমপি বলেন, ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য আপনারা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। পরে তিনি নিহত হাসিবের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ তিন রাস্তার মোড় এলাকায় সন্ত্রাসী হাসান ও মাসুমের হাসিবকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। নিহত হাসিব গোপালপুর ইউনিয়নের কোটরা মোহব্বতপুর গ্রামের আবুল বাশারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।