ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এ নিয়ে শুক্রবার বিকালে কাশিপুর বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোক্তার হোসেন সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্যে মোক্তার হোসেন জানান, গত ৫ জুলাই বারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী ছিলেন। সম্মেলনে তিনি ৮১ ভোট পান। আর তাঁর প্রতিদ্বন্ধী প্রার্থী মিজানুর রহমান পান ৭৯ ভোট। তিনি ২ ভোট বেশি পেলেও সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েম পরাজিত প্রার্থী মিজানুর রহমানকে জয়ী ঘোষণা করেন। এ বিষয়ে তিনি জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান। এ ব্যাপারে কথা বলতে সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েমের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।