All Menu

৯ থেকে ১২ জুলাই সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পবিত্র ঈদ-উল আযহা’র উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ৪দিন সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দু রশীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ স্থল বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ সহ সংশ্লিষ্ট সকল সংগঠন পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ৪দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ এজেন্ট এর যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৩ জুলাই থেকে যথারীতি পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top