All Menu

নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চৌমুহনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে পাবলিক হলে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু। এ সময় আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপুসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top