All Menu

শিল্পের বিকাশের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পরিচিতি বাড়বে :পর্যটন প্রতিমন্ত্রী

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, ঐতিহাসিক সোনা-মসজিদ গৌড়ের রাজধানী ছিলো এ অঞ্চল। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। বাংলাদেশকে বিশ্বের পরিচিত করতে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। এ জেলার পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পরিচিতি আরও বাড়বে। চাঁপাইনবাবগঞ্জে যে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে সেখানে পর্যটনের সব উপাদানই থাকবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় রোববার বিকাল পৌনে ৩ টায় পর্যটন কেন্দ্র নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সংবাদকর্মীদের এসব কথা বলেন পর্যটন প্রতিমন্ত্রী । এসময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, চেয়ারম্যান আলী কদর, অতিরিক্ত সচিব মোঃ অলিউল্লাহ, যুগ্ম সচিব তাহমিদা ইয়াসমিন, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার ফজলুল হক, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, গণপূর্ত বিভাগ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে আম উৎসবের আলোচনা সভায় যোগ দেন। এসময় প্রতিমন্ত্রী বিদেশে আম পরিবহনের জন্য দুটি কার্গো বিমান দ্রুত কেনা হবে বলে জানান। সেই সাথে এ অঞ্চলের মানুষের বিমানে যাতায়াতের পরিসর আরো বাড়াতে রাজশাহী বিমান বন্দরকে আধুনিকায়ন করার সরকারের উদ্যোগের কথা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top