All Menu

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বেগমগঞ্জে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলুর রোগ মুক্তি কামনায় নোয়াখালীর বেগমগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছর নামাজের পর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর যুবদল চৌমুহনী বড় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এ সময় জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমান দিপু, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, কার্যকারী সভাপতি মোরশেদুল আমিন ফয়সল, সৌদি আরব বিএনপির সমন্বয় কামাল উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, যুগ্ম আহ্বায়ক মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক জাহেদ আলম লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top