All Menu

বিরামপুরে জনতা ব্যাংক চেয়ারম্যান এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বাংলাদেশ জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডঃ মাহফুজুর রহমান এর উদ্যোগে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সহযোগিতায় মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার হত-দরিদ্র দিনমজুর কর্মহীন মানুষদের মাঝে বিরামপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মতিন, ডিজি এম, আব্দুল্লাহ আল মামুন, ডিজিএম আব্দুস সালাম, এজিএম মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বিরামপুর জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দানেশ উদ্দিন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন, দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাংবাদিক মাহমুদুল হক মানিক, জাহিনুর ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top