All Menu

রোভার স্কাউটরা হবে আগামীর স্মার্ট নাগরিক

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সংগৃহীত চিত্র।

গাজীপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রোভার স্কাউটরা হবে আগামীর স্মার্ট নাগরিক। তারা স্কাউটিংয়ের মাধ্যমে মানবিক, সহনশীল ও সহমর্মী গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।
মন্ত্রী মঙ্গলবার (৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের প্রাণ শক্তিকে কাজে লাগিয়ে একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ২০৪১ সালের যে রূপকল্প তিনি দিয়েছেন সেটি বাস্তবায়নে এই যুব রোভার স্কাউটের বড় ভূমিকা রয়েছে। রোভার স্কাউটের সদস্যরা যে কোনো সামাজিক অসংগতিকে দূর করার জন্য লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে। কোনো পিছু টান ছাড়া তারা দেশ গড়বার জন্য আত্মনিয়োগ করতে পারে। স্মার্ট মানুষ হিসেবে স্কাউট সদস্যরা নিজেদেরকে গড়ে তুলবে। মন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশের প্রধান স্তম্ভ স্মার্ট নাগরিক। এই স্মার্ট মানে পোশাক আশাকে কেতা দুরস্ত স্মার্ট নয়। যিনি অন্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যিনি হবেন সহমর্মী, দক্ষ, যোগ্য, সৃজনশীল ও মননশীল মানুষ, তিনি স্মার্ট। সেই স্মার্ট নাগরিক গড়বার জন্য আমাদের কাজ করতে হবে। আমি মনে করি, স্কাউটিং তেমন একজন মানুষ গড়ে তুলতে ভূমিকা রাখবে । কারণ স্কাউটিং শেখায় স্বাবলম্বী হতে, অন্যের প্রয়োজনে পাশে দাঁড়াতে, যে কোনো সমস্যাকে সমস্যা না মনে করে তার সমাধান খুঁজে বের করতে। মন্ত্রী স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রতিজ্ঞা হোক, সব ভালো কাজগুলো আমরা করব, মন্দ কাজগুলোকে এড়িয়ে যাব, নিজেও করব না, অন্যকেও করতে নিরুৎসাহিত করব। ভালো কাজ, ভাল আচরণ ও আমাদের সৃজনশীলতা দিয়ে আমরা এ বাংলাদেশকে গড়ে তুলব। এর আগে মন্ত্রী স্কাউটদের তাঁবু ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top