চাঁপাইনবাবগঞ্জের ৩ টি সংসদীয় আসনে বৈধ প্রার্থী যারা

প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৩ , ১:০৭ পূর্বাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের ৩ টি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ২৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাছায় এ রবিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ২ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। রবিবার (৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন এ ঘোষণা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন জানান, চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে ১% ভোটার তালিকায় একজন মৃত ভোটারের নাম সংযোজন করায় অর্থাৎ ১% ভোটারের তথ্য পূর্ণাঙ্গ না থাকায় স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর মনোনয়ন বাতিল করা হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুল ইসলামের হলফ নামায় রিটার্ন দাখিলের তথ্য না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ১% ভোটারের তথ্য না দেওয়ার কারণে বাতিল এবং সম্পদের বিবরণ না দেয়ায় জাকের পাটির মোহাম্মদ মানিকের প্রার্থিতা বাতিল করে জেলা নির্বাচন অফিস। এদিকে, দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ডাঃ গোলাম রাব্বানী, জাতীয় পার্টির মোঃ মোস্তাফিজুর রহমান মুকুলের ও এনপিপি’র নাহিদ হোসেন এর প্রার্থিতা বাতিল করে নির্বাচন অফিস। মনোনয়নপত্র বাছায় কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সকল সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা। মনোনয়নপত্র বাছাই-কালে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র), সাবেক সংসদ সদস্য ও কানসাট পল্লী বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী (স্বতন্ত্র) সহ অন্যান্য প্রার্থীগণ ও প্রতিনিধিরা। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জাতীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান এবং সাবেক জাতীয় সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস (স্বতন্ত্র)সহ অন্যান্য প্রার্থীগণ ও প্রতিনিধিরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন-আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ মোঃ আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা স্বাচিপ এর সভাপতি ডাক্তার গোলাম রাব্বানী (স্বতন্ত্র), জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর কামরুজ্জামান খান এবং জাকের পার্টির বাবলু হোসেন, বিএনএম’র মাওলানা আব্দুল মতিন প্রার্থীগণ ও প্রতিনিধিরা। জেলায় বৈধ প্রার্থীরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে-বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য ও কানসাট পল্লী বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী (স্বতন্ত্র), জাতীয় পার্টির আফজাল হোসেন, বিএনএফ’র নুরুল ইসলাম জেন্টু, জাকের পার্টির আব্দুর রহিম, এনপিপি’র আব্দুল হালিম. বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র শামসুল হোদা। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে-বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মু. জিয়াউর রহমান এবং সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস (স্বতন্ত্র), খুরশিদ আলম বাচ্চু (স্বতন্ত্র), জাতীয় পার্টির আব্দুর রশীদ, বিএনএফ’র আজিজুর রহমান, বাংলাদেশ কংগ্রেস’র মনোনীত প্রার্থী দলের যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ মোঃ আব্দুল ওদুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর কামরুজ্জামান খান এবং জাকের পার্টির বাবলু হোসেন ও বিএনএম’র মাওলানা আব্দুল মতিন। উল্লেখ্য, ৩০ নভেম্বর শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, জাকের পাটি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এনপিপি ও বাংলাদেশ কংগ্রেস এর মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। জেলার ৩টি আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনে ৭ জন, চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ৭ জন মনোনয়নপত্র জমা দেন। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ এর নির্বাচনী তফসীল মোতাবেক, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর২০২৩ এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি২০২৪।

[wps_visitor_counter]