All Menu

২০ লাখ টাকা অনুদানের চেক গ্ৰহণ করেছেন ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ২০ লাখ ৭ হাজার টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।

বৃহস্পতিবার (০৭নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) প্রধান উপদেষ্টার পক্ষে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি এই চেক গ্রহণ করেন। অনুদান প্রদানকারী বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড ১৫ লাখ টাকা, মাসুদ পারভেজ ২ লাখ ৭ হাজার টাকা ও বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ৩৩১টি চেক/পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ৯৭ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ২০৩ টাকার অনুদান গ্ৰহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top