সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে বুধবার (২৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত Abdulla Ali Abdulla Khaseif AlHmoudi সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্য অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সরকার তাদের এ স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। এজন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে সকল বিষয়ে পুনর্গঠন ও সংস্কার করা প্রয়োজন তা বাস্তবায়ন করে যাচ্ছে।
দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়, এলক্ষ্যে তিনি ইউএই’র সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।