All Menu

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত আহ্বান

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত আহ্বান করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর প্রধান ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (২২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

গত ০৩ অক্টোবর ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।

এ প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে আপনার/আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিন্মোক্ত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: https://erc.ecs.gov.bd
ফেসবুক পেইজ: www.facebook.com/ercbd2024

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top