বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা থেকে শুরু করে পুনর্বাসনে সরকার আহতদের শে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, এটা সরকারের দায়িত্ব।
উপদেষ্টা রবিবার (২০অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত দুইজন ইসরাফিল ও অনিকের কর্নিয়া প্রতিস্থাপন সার্জারি শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা চক্ষু হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এছাড়া, সদ্য সার্জারিকৃত ইসরাফিল ও অনিকের পরিবারের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন রোগীর চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করার জন্য সেবা ফাউন্ডেশন, ইউএসএ, নেপাল থেকে অতিসংবেদনশীল কর্নিয়াল টিস্যু বাংলাদেশে আনা হয়। এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০টি কর্নিয়া পাবার আশ্বাস পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুইজনের চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয় এবং সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরো বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং তারা যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা থেকে তাদেরকে তুলে আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না ব্যক্তি হিসেবে আমি, আপনি সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখানে চোখের চিকিৎসার নানা ধাপ আছে। চোখের চিকিৎসা আর সার্জারি কারো এক মাস কারো ছয় মাস লাগে। এভাবে চোখের অবস্থা ভালো হলে কর্নিয়া সার্জারি করা হবে। পর্যাপ্ত কর্নিয়া আমাদের রেডি আছে। এসময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীসহ হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।